রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : চলছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। রমজানের নাজাতের শেষের দিকে ২৪ রমজানে বিপু “ল” একাডেমীর পক্ষ থেকে নগরীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) সন্ধায় নগরীর চাঁদের পাহাড় রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ ইফতার মাহফিল।
বিপু “ল” একাডেমীর প্রতিষ্ঠাতা এড. মোঃ নাজিবুল্লাহ বিপু ইফতার মাহফিল অনুষ্ঠানে এ সময় বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে প্রতি বছরের ন্যায় এ বছরও ছোট পরিসরে হলেও আমাদের একাডেমীর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদেরকে সাথে নিয়ে ইফতার করেছি। সকলের দোয়া আল ভালবাসা নিয়ে আমরা সামনের দিকে আরো বেশী এগিয়ে যেতে চাই।
উক্ত ইফতার মাহফিলে এ সময় অংশ গ্রহন করেন, বিপু “ল” একাডেমীর প্রতিষ্ঠাতা এড. মোঃ নাজিবুল্লাহ বিপু, এড. নূর জাহান আক্তার, আইরিন আক্তার, নাসরিন, মুন্নী, ইসরাত, জারা, তিথী, পিংকী, মজিদ, সোনিয়া, হৃদয়, নেহা, খাদিজা, দীপু, জুই, জাহান, ডলি সহ প্রমূখ।