রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ :
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ
সুপার মনিরুল ইসলাম বলেছেন,গ্রাম বাংলার ঐতিহ্য
ধরে রাখতে হলে কাবাডির
মত খেলাকে ফিরিয়ে আনতে
হবে। আধুনকিতার র্স্পশ আর সভ্যতার
ক্রমবিকাশের ফলে আজ হারিয়ে
যেতে বসেছে গ্রাম বাংলার
ঐতিহ্যবাহী কাবাডি খেলা। যেসব
খেলাধুলায় আমরা মেতে থাকতাম
ছোটবেলায়। আজকের মধ্যবয়সী থেকে
শুরু করে প্রবীনরাও সেসব
খেলাধুলা না দেখতে দেখতে
ভুলেই গেছেন বহু খেলোয়ারের
নাম। এ ভাবে খেলায়
মনোযোগী হলে মাদক থেকে
দুরে থাকবে যুবসমাজ। তাই
খেলাকে এগিয়ে নিতে বাংলাদেশ
কাবাডি ফেডারেশন চেয়ারম্যান জাবেদ পাটুয়ারী এ
খেলা জন্য গুরুত্ব বেশি
দিয়েছেন।
বৃহস্পতিবার (৪এপ্রিল)
বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাঠে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
উপলক্ষে কাবাডি প্রতিযোগীতার ফাইনাল
খেলা ও পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, সবাই
জয়ী হওয়ার আশায় খেলায়
অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত
কাউকে না কাউকে পরাজিত
হতেই হয়। কাবাডি খেলা
হচ্ছে আমাদের গ্রাম বাংলার
ঐতিহ্যবাহি খেলা। এখর
আর এ খেলা দেখা
যায় না, দিন দিন
খেলাটি হারিয়ে যাচ্ছে।
বিয়ষটি উপলব্দি করে প্রধানমন্ত্রী শেখ
হাসিনা বাংলাদেশ কাবাডি এসোসিয়েশনের সভাপতি
হিসেবে বাংলাদেশ পুলিশের আইজিপিকে দ্বায়িত্ব দিয়েছেন। কারন
পুলিশই একমাত্র সংস্থা যারা নি¤œ
থেকে উচ্চ শ্রেণি পর্যন্ত
এ কাবাডি খেলাকে নিয়ে
কাজ করছে। যাতে
করে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ আরো ভালো করতে
পারে।
ফাইনাল খেলায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুবাস, বন্দর থানার ওসি রফিকুল ইসলাম রফিক, সদর থানার পুলিশ ইন্সপেক্টর (অপারেশন) জয়নাল আবেদীন সহ প্রমুখ।
বাংলাদশে কাবাডি ফেডারেশনের উদ্যোগে
কাবাডি প্রতিযোগীতার ফাইনাল খেলায় সিদ্ধিরগঞ্জ
থানা ও সদর থানা
প্রতিদ্বন্ধিতা করে। খেলায় (সদর
থানা ৩১
ও সিদ্ধিরগঞ্জ থানা ২৭ পয়েন্ট)
৩১ পয়েন্ট পেয়ে সদর
থানা জয়লাভ করে।