নারায়ণগঞ্জের সকল প্রকার উন্নয়নে দলমত নির্বিশেষে একসাথে কাজ করতে হবে – শামীম ওসমান

রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ, কে, এম শামীম ওসমান বলেছেন, আমাদের ভালো কিছু কাজ করে সুনাম বয়ে আনতে হবে। আমাদের হাতে সময় এখন অনেক কম রয়েছে। নারায়ণগঞ্জের সকল প্রকার উন্নয়নে দলমত নির্বিশেষে একসাথে কাজ করতে হবে পাশাপাশি সকলকে ডেকে আলোচনায় বসতে হবে। আলোচনার বিষয় হতে পারে আইন-শৃঙ্খলা, শহরের যানজট, খেলার মাঠ সহ নানা বিষয়াদি। আমরা যে সকল সুযোগ সুবিদাগুলো পাওয়ার দরকার ছিল তা আমরা পাচ্ছি না।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টায় সদর উপজেলার ফতুল্লার ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও নীট কনসার্ন গ্রুপের আয়োজনে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এখন চলছে এস গেমস। বিভিন্ন উভেন্টের আমাদের দেশের খেলোয়াররা এতো কম সুযোগ সুবিদাগুলো পেয়েও আমরা এ পর্যন্ত ২২টি পদক লাভ করেছি। প্রতিবেশী দেশ ভারতকে পেছনে ফেলে আমরা এই পদক অর্জন করেছি। আমরা চাই ঠিক এমনি ভাবে লাল সবুজের পতাকা যেন সারা বিশে^ মাথা উচু করে দাড়ায়। ফুটবলকে আরো বেশী জনপ্রিয় করে তুলতে এ ধরনের বেশী বেশী টূর্ণামেন্টের আয়োজন করতে হবে আমাদের।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহেনা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: জাহেদুর রহমান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, ইব্রাহিম চেঙ্গিস সহ প্রমূখ।