রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে নগরীতে শান্তি সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীরীগ।
শনিবার (১১ মার্চ) দুপুরে নগরীর ২নং রেল গেইট সংলগ্ন জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামে এ শান্তি সমাবেশ এর আয়োজনে করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল)।
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজ সারা দেশের জেলা ও মহানগরে শান্তি সমাবেশ। আমি আসার সময় শুনলাম, রাস্তার এক পাশ বন্ধ করে কোন একটা সংগঠন সমাবেশ করছে। পরে জানতে পারলাম সেই সংগঠনটির নাম অগ্নিসন্ত্রাস, বিএনপি জামাত। যারা ৯০ দিন হরতালের মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশকে তছনছ করে দিয়েছিলো।
এর আগে, সকাল ১০টা থেকে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। বিএনপির আজকের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে থাকার জন্যই এই সমাবেশ বলে জানান নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহ আহাম্মেদ খোকন, বন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন, শ্রমিক লীগ নেতা মুজিবুর রহমান, বঙ্গবন্ধু সৈনিক লীগের জসিম উদ্দিনসহ ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ।পরবর্তীতে সমাবেশ শেষে ২নং রেল গেট থেকে চাষাঢ়া পর্যন্ত একটি মিছিল বের করে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দগণ।
Leave a Reply