আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এডাব নারায়ণগঞ্জ জেলার মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে এডাব নারায়ণগঞ্জ জেলার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক, প্রভাত সমাজ কল্যাণ সংস্থা, গ্রঅন ফর পীস ও ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এ মানব বন্ধন।

উক্ত মানববন্ধনে এ সময় বক্তরা বলেন, আজকে আন্তর্জাতিক নারী দিবস তাই আজকের এই দিনে আমাদের দাবি থাকবে সকল ক্ষেত্রে নারীদের সুযোগ-সুবিদা গুলো নিশ্চিত করন করা। নারীদেও প্রতি কোন ধরনের বৈষম্য ও ভেদাভেদ করা যাবে না। নারী-পুরুষের সম অধিকার দিতে হবে।

মানববন্ধনে এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর ডিজি মাহবুব আলম, এডাব নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রদীপ কুমার দাস, সাধারন সম্পাদক আরিফ মিহির, লিটন পাল, নারী নেত্রী এড.নূর জাহান বেগম সহ অন্যান্য সংস্থার নারী নেত্রীবৃন্দ।