রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : সদর উপজেলার ফতুল্লায় দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সম্মেলনের মাধ্যমে গঠন করা হলো কাশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি।
রবিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় ফতুল্লার কাশিপুর ইউনিয়নের কাশিপুর বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ত্রি-বার্ষিক সম্মেলন।
উক্ত সম্মেলনে আল আমিন সভাপতি, আমজাদ হোসেনকে সাধারণ সম্পাদক ও খলিলুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, জহিরুল ইসলাম (যুগ্ম-সম্পাদক-১) কে মনোনীত করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম মোক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি কৃষিবিদ আব্দুস সালাম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল।
এছাড়াও বিশেষ বক্তা হিসাবে উপস্হিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামিলীগের সাধারন সম্পাদক আলহাজ এম শওকত আলি। সম্মলনে উদ্বোধক হিসাবে উপস্তিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফরিদ আহাম্মেদ লিটন সহ প্রমখ।