রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : প্রশিক্ষিত যুব,উন্নত দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশেে ন্যায় নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১নভেম্বর) সকাল ১১টায় সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, সনদপত্র ও যুব পুরস্কার বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শাহরিয়ার রেজার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মামুন, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে নারী উদ্যোক্তা ও পুরষ উদ্যোক্তাদের মাঝে যুব পরুস্কার, সনদ পত্র ও ক্রেষ্ট বিতরন করা হয়।
Leave a Reply