রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : গণতন্ত্রের মানসকন্যা বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীগ আয়োজিত নগরীর ২নং রেল গেইট সংলগ্ন জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ আলোচনা ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাই বলেন, ৭৫ এর পর যথন নেতৃত্ব সঙ্কট দেখা দেয় বাংলাদেশ আওয়ামীলীগের সিদ্ধান্ত মোতাবেক বঙ্গবন্ধু কণ্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দলের প্রধান করা হয়। সেই থেকেই তিনি দলের হাল ধরেন এবং বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে দরকে শক্তিশালী করে আওয়ামীলীগকে এ পর্যন্ত নিযে আসেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনে আধুনিক বাংরাদেশ গড়ে তোরার জন্য কাজ করে চলেছেন। শুধু তাই নয় জনগনের দূর্দশা লাঘব করার লক্ষে উন্নয়নমূলক সকল কার্যক্রম করে চলেছেন। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ূ কামনা ও তার পরিবারের নিহত সকলের জন্য দোয়া করবেন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীগ এর সাধারন সম্পাদক এড. আবু হাসনাত শহিদ মোঃ বাদল এর সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ এড. হোসনে আরা বাবলী, জেলা আওয়ামীলীগ এর যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ – সভাপতি বীর মুত্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, আবু সুফিয়ান, কার্যকরী সদস্য মোঃ শহিদুল্লাহ, মোঃ আমজাদ হোসেন, মহিলা সম্পাদিকা মরিয়ম কল্পনা, ধর্ম বিষক সম্পাদক এড. কামরুজ্জামান বুলেট, দপ্তর সম্পাদক এম এ রাসেল, কার্যকরী সদস্য জসিম উদ্দিন,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, সামুসুজ্জামান ভাষানী, মোঃ জুয়েল হোসেন সহ প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া শেষে কেককাটা হয়।