রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাওন প্রধান সহ মুন্সিগঞ্জ এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত নেতাকর্মী হত্যা ও আহত করা এবং জ¦ালানী তেলের অস্বাভাবিক জ¦ালানী তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং সহ বিভিন্ন দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টম্বর) বিকেল ৩টায় নগরীর চাষাড়া শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
এসময় নারায়ণগঞ্জ কাশীপুর ইউনিয়ন বিএনপি একটি বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী, কাশীপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন ডালিম শিকদার, আমজাদ শিকদার, আনিসুর রহমান আনিস, দুলাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply