রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, “বিএনপিসহ যারা আমরা এই মুহুর্তে সরকার বিরোধী ভূমিকায় সরব আছি, সেইসব রাজপথের বিরোধী দলগুলোকে বিভক্ত করতে চায় সরকার। আমাদের দল এনডিএম এর জাতীয় পর্যায়ের অনেক নেতাকে লোভ দেখানো হয়েছে। কিছু ব্যক্তি পথভ্রষ্ট হয়ে সরকারের আজ্ঞাবহ জাতীয় পার্টি, বিকল্প ধারার মত দলে যোগ দিয়ে হালুয়া-রুটির ভাগ নেবার চেষ্টাও করেছে। কিন্তু এনডিএম এর লক্ষ-লক্ষ নেতা-কর্মী এই সরকারকে বিদায় করার জন্য ঐক্যবদ্ধ আছেন। আজকে নারায়ণগঞ্জ জেলা সম্মেলনে এই বিপুল সংখ্যক উপস্থিতি সেটাই প্রমাণ করে। ঢাকার রাজপথে আগামী দিনে আমাদের সরকার বিরোধী আন্দোলনে এই নারায়ণগঞ্জের নেতা-কর্মীরাই সবচেয়ে বড় ভূমিকা রাখবে ইনশাআল্লাহ”।
শনিবার (১৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরের সিনামুন রেষ্টুরেন্ট হলে অনুষ্ঠিত এনডিএম নারায়ণগঞ্জ জেলা শাখার প্রথম ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ”দুই পরিবারের বাইরেও এদেশে আমরা আছি। ২০১৪ সালে যেমন আপোষ করি নাই, ঠিক একইভাবে ২০১৮ সালের নির্বাচনের আগেও সরকারের বিভিন্ন সংস্থার লোভনীয় হাতছানিতে পথভ্রষ্ট হই নাই। যুক্তফ্রন্ট নামক জোট গঠনের সাথে জড়িতদের আহবান জানিয়েছিলাম সরকারের পাতা ফাঁদে পা না দিয়ে আমাদের সাথে এসে নির্বাচন করতে। যুক্তফ্রন্ট থেকে অবশেষে জামাই-শ্বশুড় এমপি হয়ে আজ আস্তাকুঁড়ে নিক্ষেপ হয়েছে। আরও অনেক বড় নেতা আছেন কিন্তু তাঁদের কাছে আপোষ করার সুযোগটাই আসে নাই। আমি বুকে হাত রেখে শপথ করে বলতে পারি, তারুণ্যের সাথে এবং এদেশের মেহনতি মানুষের ঘামের সাথে আমি প্রতারণা করি নাই। জুলুমবাজ এবং স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।’ নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্য রক্ষার আহবান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, “এই নারায়ণগঞ্জ শহর প্রাচ্যের ড্যান্ডি। কিন্তু যারা প্রকাশ্যে সন্ত্রাসের আহবান জানান, জাতির সামনে যারা ”খেলা হবে” বলে যারা হুশিয়ারি দেন, তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই শহরের ইজ্জত এবং ঐতিহ্য রক্ষা করতে হবে। এই শহর থেকে যেভাবে ভন্ড দেওয়ানবাগীর আস্তানা আর টানবাজার পতিতালয় উচ্ছেদ করা হয়েছিলো, একইভাবে আমরা এই নারায়ণগঞ্জের মাটি থেকে সন্ত্রাসী লালল-পালনকারীদের বিতারিত করব ইনশাআল্লাহ।
উক্ত সম্মেলন উদ্বোধন করেন এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।
এনডিএম নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক মিঠু আলির সভাপতিত্বে উক্ত সম্মেলনে এ সময় আরও বক্তব্য রাখেন এনডিএম এর সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, বিভাগীয় সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন লিটন, যুব নেতা আদনান সানি, ছাত্র আন্দোলনের আহবায়ক মাসুদ রানা জুয়েল সহ প্রমুখ।