ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে শ্রমিকদের সম্মানে ইফতার মাহফিল

রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : নগরীতে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে শ্রমিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) বাদ আছর নগরীর ১নং রেল গেইট সংলগ্ন আই,এ,বি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ ইফতার মাহফিল অনুষ্ঠান।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুহাম্মাদ আমিনুল ইসলাম বলেন, রমজান কোরআন নাজিলের মাস। কোরআনকে সহি শুদ্ধ ভাবে আমল করতে হবে। শ্রমিকরা কোরআনের আদেশ নিষেধ মেনে চলতে হবে। শ্রমিকদের পাশে দাড়াতে হবে।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি আলহাজ্ব শেখ মুহাম্মদ হাসান আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ আমিনুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মুহাম্াদ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি শাহাদাত খান। নারায়ণগঞ্জ সিটি কর্পোেরশনের সাবেক মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ।

এছাড়াও আরো উপস্থিথ ছিলেন, ছদর দ্বীনি সংগঠনের মাওলানা মজিবুর রহমান, জাতীয় ওলেমা মাশায়েক আইম্মা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাও. মোঃ দ্বীন ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাও. আবদুল হান্নান, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি মুহা. সিরাজুল ইসলাম, বন্দর থানা শাখার সভাপতি আলহাজ¦ মোঃ আবু তাহের, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ডা. মোঃ মিজানুর রহমান, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহাম্মাদ সুলতান মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহা. মেহেদী হাসান, ইসলামী শ্রমিক আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুহা. নুরুল আমিন দুলাল সহ প্রমূখ।