প্রায়ত হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে পারভীন ওসমানের আয়োজনে মিলাদ ও দোয়া

রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধুখ্যাত প্রায়ত হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে নগরীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ মার্চ) বাদ আসল শহরের আল্লামামইকবাল রোড কলেজ রোড এলাকায় নারায়ণগঞ্জ -৫ আসনের সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা প্রায়ত আলহাজ¦ এ,কে,এম নাসিম ওসমানের সহধর্মীনি জননীখ্যাত পারভীন ওসমানের আয়োজনে অনুষ্ঠিত হয় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান।

নারায়ণগঞ্জ-৫ আসনের প্রায়ত নাসিম ওসমানের সহধর্মীনি জননীখ্যাত পারভীন ওসমান মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে বলেন, সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু প্রায়ত হুসেইন মোহাম্মদ এরশান ছিলেন গণমানুষের এক মহান নেতা। নিজের জীবন বাজি রেখে তিনি বাংলার মানুষের দু:খ লাঘব করতেন। রোদ,বৃষ্টি,ঝড়, বণ্যা ও মহাপ্রলয় উপেক্ষা করে ছুটে যেতেন সাধারন মানুষের নিকট। তার অনুগত সৈনিক ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রায়ত সাংসদ আলহাজ¦ নাসিম ওসমান। আজ তারা দুনিয়াতে বেঁচে নেই শুধু আছে তাদের স্মৃতি। আপনারা তাদের জন্য দোয়া করবেন যেন তারা জান্নাতবাসী হয়।

মোজাম্মেল হোসেন লিটন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র সমাজের সভাপতি শাহাদাত হোসেন রুপু, মহা নগর ছাত্র সমাজের সভাপতি শাহ আলম সবুজ, জাতীয় যুব সংহতির নেতা নেতা মোঃ শরীফ হোসেন, জাতীয় যুব সংহতি জেলার আহবায়ক রিপন ভাওয়াল, শহর শাখা জতীয় পার্টির সাংগঠনকি সম্পাদক শেখ আব্দুল কাদির, দোকান প্রতিষ্ঠান কর্তচারী আউনিয়ন জেলার সভাপতি মোজাম্মেল হক সহ জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।