1. skriaz30@gmail.com : skriaz30 :
  2. msharifreport84@gmail.com : রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪
আইনজীবী সমিতি নির্বাচনে নির্বাচিত হয়ে জুয়েল-রনি পরিষদের আইনজীবীদের সাথে কুশুল বিনিময় - Report
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট :
তিনদিন ব্যাপি পর্য়টন মেলা – ২০২৩ উপলক্ষে ত্র্যাড‌ভেঞ্জার ল্যান্ড পার্কে নানা আয়োজন নগরীতে তিনদিন ব্যাপি আয়োজিত পর্যট‌ন মেলায় রয়েল রি‌রিসোর্ট এর নানা আয়োজন নারায়ণগ‌ঞ্জে নানা আ‌য়োজ‌নে বিশ্ব পর্যটন দিবস-২০২৩ পা‌লিত বিএনপি’র সমাবেশে মাহামুদুর রহমান সুমন এর বিশাল মিছিল সহকারে যোগদান মহানগর বিএনপি’র সমাবেশে বিশাল মিছিল সহকারে ওলেমা দলের যোগদান খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে মহানগর বিএনপির সমাবেশ অনুষ্ঠিত নগরীর বাপ্পি চত্বর থেকে ইঞ্জিন মিস্ত্রির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, আটক ১ নগরীতে নারায়ণগঞ্জ ঐক্য পরিষদের গণঅনশন ও গণঅবস্থান পালন সিদ্ধিরগঞ্জে সবজি বিক্রেতা হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তার ২ বঙ্গবদ্ধু আজকে বেঁচে থাকলে দেশ আরো বেশী এগিযে যেত – শামীম ওসমান

আইনজীবী সমিতি নির্বাচনে নির্বাচিত হয়ে জুয়েল-রনি পরিষদের আইনজীবীদের সাথে কুশুল বিনিময়

  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২
  • ২ Time View

রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে (২০২২-২৩) আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত জুয়েল-রনি পরিষদ পূর্ণ প্যানেলে জয় লাভ করায় বারের সাধারন আইনজীবীদের সাথে কুশুল বিনিময় করেছেন।

বুধবার (১৯ জানুয়ারী) দুপুরে নারায়ণগ্জ বারে কর্মরত আইনজীবীবৃন্দের সাথে কুশুল বিনিময় করেন, জেলা আেইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি হাসান এড. ফেরদৌস জুয়েল, সাধারন সম্পাদক এড. রবিউল আমীন রনী সহ জয়লাভ করা জুয়েল-রনি পরিষদ এর পূর্ণ প্যানেল।

এ সময় নব-নির্বাচিত সভাপতি হাসান এড. ফেরদৌস জুয়েল, সাধারন সম্পাদক এড. রবিউল আমীন রনী সহ বিজয়ীরা সাধারন আইনজীবীদের সাথে কোলাকুলি করে কুশুল বিনিময় করেন এবং তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

এর আগে গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে আইনজীবী সমিতির ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এড. সামছুল ইসলাম ভুইয়া।

নির্বাচিতরা হলেন , সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল (৬৭২ ভোট), সিনিয়র সহ-সভাপতি এড. আলাউদ্দিন আহমেদ (৬৫১ ভোট), সহ-সভাপতি এড. সুবাস বিশ্বাস (৫৩৬ভোট), সাধারণ সম্পাদক এড. রবিউল আমীন রনী (৫৪৪ ভোট), যুগ্ম-সাধারণ সম্পাদক এড. মাহমুদুল হক মমিন (৪৯১ ভোট), কোষাধ্যক্ষ এড. আবুল বাশার রুবেল (৫৫১ ভোট), আপ্যায়ন সম্পাদক এড. মোহাম্মদ স্বপন ভুইয়া (৬৬০ ভোট), লাইব্রেরী সম্পাদক এড. হাছিব উল হাছান রনি (৭০৮ ভোট), ক্রীড়া সম্পাদক এড. সোহেল আজাদ (৬১৮ ভোট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. রাজিয়া আমিন কাঞ্চি (৬১৬ ভোট), সমাজসেবা সম্পাদক এড. রাশেদ ভুইয়া (৫২৩ ভোট), আইন ও মানবাধিকার সম্পাদক এড. আব্দুল মান্নান (৬৯১ ভোট)।
এছাড়াও কার্যকরী সদস্য পদে নির্বাচিতরা হলেন – এড. এরশাদুজ্জামান ইমন ৬৩৭ ভোট, এড. অঞ্জন দাস ৬৩১, এড. হালিমা আক্তার ৬২৭, মেরাজ সরকার ৬১১ ভোট, এবং এড. হোসেন আহম্মদ রুবেল ৬১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন জানায়, ৩ (তিন) প্যানেলে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আইনজীবী সমিতির মোট ১০৩৮ জন ভোটারের মধ্যে ৯৯২ জন তাদের ভোট প্রদান করেন।

অপরদিকে এড. হাসান ফেরদৌস জুয়েল ও এড. রবিউল আমীন রনীর প্যানেলের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত এড. মনিরুল আলম চৌধুরী রতন ও এড. এইচএম আনোয়ার প্রধান প্যানেল।সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মনোনীত আরও একটি প্যানেল নির্বাচন করলেও ওই প্যানেল থেকে কেউ নির্বাচিত হননি। ওই প্যানেলের সভাপতি প্রার্থী ছিলেন এড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ছিলেন এড. মোঃ জসিম উদ্দিন। প্যানেলটি মাত্র ৬ জনের একটি প্যানেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব রির্পোট নারায়ণগঞ্জ ২৪ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL