জেলা পুলিশের অভিযানে ৪২ হাজার পিছ ইয়াবা ও প্রাইভেটকার সহ গ্রেফতার ১

রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : জেলা পুলিশের অভিযানে সোনারগাঁ থানার মোগড়াপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি প্রাইভেটকার সহ আলমগীর নামে একজনকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসাযয়ীর নাম আলমগীর (৩৫)।

সোমবার (১৭ জানুয়ারী) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফংকালে অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ অঞ্চল শেখ বিল্লাল গণমাধ্যম কর্মীদের বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কক্সবাজারের টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি প্রাইভেটকারযোগে একজন মাদক ব্যবসায়ী নারায়ণগঞ্জের দিকে আসছে। আমরা ভোর সকাল থেকে মেঘনায় অবস্থান করি। পরবর্তীতে তাকে ধাওয়া করে সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করি। এসময় মাদক ব্যবসায়ী আলমগীরের কাছ থেকে ৪২ হাজার পিছ ইয়াবা ও একটি প্রাইভেটকার উদ্ধার করি। আটককৃত ইয়াবার মূল্য আনুমানিক ১ কোটি ২৬ লক্ষ টাকা। তার বিরুদ্ধে কোন মামলা রয়েছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি।

এসময়  উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পাভেজ, এসআই শরিফুল, সালেহ, এএসআই রফিক সহ জেলা পুলিশের অন্যান্য নেতৃবৃন্দ।