ফুলের ভালোবাসায় মেয়র প্রার্থী আইভীকে বরণ করে নিলেন নাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইদুল

রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার প্রচারনার শেষ মুহুর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী বিভিন্ন ওয়ার্ডে তার নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) সকালে নগরীর ১৬নং ওয়ার্ড সহ অন্যান্য ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। এ সময় নাসিক ১৬নং ওয়ার্ড এর মিষ্টি কুমড়া প্রতীকের কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলাম মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভীকে ফুল ছিটিয়ে বরণ করেন নেন।

গণসংযোগকালে মেয়র প্রার্থী ডাঃ আইভী এলাকার লোকজনদের সাথে কুশল বিনিময় করেন এবং নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলাম এসময় গণমাধ্যম কর্মীদের জানান, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভীর নারায়ণগঞ্জের ২৭টি ওয়ার্ডে গণজোয়ার বইছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব নাসিক মেয়র প্রার্থী ডাঃ আইভী। নারায়ণগঞ্জে যেসকল উন্নয়ণ হয়েছে সবকিছুই তার কারনে হয়েছে। যে নারায়ণগঞ্জ ছিলো অবহেলিত উন্নয়ণ বঞ্চিত আজকে সেই নারায়ণগঞ্জ শহরকে আধুনিকতার ছোয়ায় একটি পরিচ্ছন্ন, সুন্দর নগরী হিসেবে গড়ে তুলেছেন মেয়র আইভী। আমার বিশ্বাস এবারের নির্বাচনে মেয়র প্রার্থী ডাঃ আইভীকে জনগণ বেছে নিবে। পাশাপাশি নাসিক ১৬নং ওয়ার্ডে আমি এবার মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন নির্বাচিত হয়ে ১৬নং ওয়ার্ড বাসীর সেবা করতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদা বেগম, মনা হোসেন, হাজ্বী শাহীন, নাসির আহমেদ, লাভলু, শহীদুল ইসলাম, বাপ্পী, শিরিন বেগম, মাসদু হোসেন, হাসিনা আক্তার, মিঠু আহমেদ, সারিয়া হোসেন, বেবী আক্তার, দিপ, মিশাল সহ প্রমুখ।