রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে এই নির্বাচন। নির্বাচনকে ঘিরে নাসিক ২৭টি ওয়ার্ড জুরে চলছে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের মেয়র পদপার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রচার-প্রচারনা।
মঙ্গলবার (১১ জানুয়ারী) নাসিক ১৬নং ওয়ার্ড এলাকায় অনুষ্ঠিত নৌকা প্রতিকের মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে এ প্রচার-প্রচারনা।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছঅসেবকলীগ এর যুগ্ন আহবায়ক গোলাম কিবরিয়া খোকন এর নেতৃত্বে সোনারগাঁ উপজেলা ও আড়াইহাজার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা এ প্রচার-প্রতারনায় অংশ গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া খোকন, আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান এ.কে.এম ফাইজুল হক ডালিম, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি মাসুদ রানা মানিক, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, নোয়াগাঁও ইউপি’র সাধারণ সম্পাদক সারোয়ার পারভেজ মোবারক, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, বৈদ্যরবাজার ইউপি’র সভাপতি মোঃ ফারুক, পাভেল, দুলাল, রিয়াদ, গোলাপ প্রমুখ।
আড়াইহাজার থানা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি সৈয়দ ইসমাঈল, সাধারণ সম্পাদক হাজ্বি মনিরুজ্জামান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুমন, মোর্শেদ আলম, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার মোল্লা, জায়েদুল, শিক্ষা বিষয়ক সম্পাদক গুলজার হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক আলমগীর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাদল, গোপালদি পৌরসভার সভাপতি মিনহাজ মিশু, সাধারণ সম্পাদক মুরাদ খান, আড়াইহাজার পৌরসভার সহ-সভাপতি মোক্তার হোসেন, কালাপাহাড়িয়া ইউপি’র সাধারণ সম্পাদক মোকারম, মিয়াচাঁন সহ প্রমুখ।