রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী ফুটবল ও ভলিবল প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে এ প্রীতিম্যাচ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। ফুটবল প্রীতিম্যাচে বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যার মধ্যেকার ৪০ মিনিটের খেলা অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচে বুড়িগঙ্গাকে ১ গোলে হারিয়ে জয় লাভ করে শীতলক্ষ্যা।
নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক আরিফ মিহির এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারী, অতিরিক্ত পুলিশ সুপার সুবাস সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, মাদক অধিদপ্তরের সহকারী পরিচালক সামছুল আলম, প্রেস ক্লাবের সভাপতি শাহআলম।
খেলা শেষে জয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।