নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন জেলা পর্যায়ের ফুটবলে হ্যাট্রিক চ্যাম্পিয়ন দল

রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণাল‌য়ের উ‌দ্যোগে জেলা পর্যা‌য়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্না‌মেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০-২১ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মু‌জিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্না‌মেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২০-২১ এর  ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ সি‌টি ক‌র্পো‌রেশন হ্যা‌ট্টিক চ্যাম্পিয়ন হ‌য়ে‌ছে ।

বৃহস্প‌তিবার (১৭ জুন) নারায়ণগঞ্জ সদর উপজেলার পৌর ওসমানী স্টে‌ডিয়া‌মে এ খেলার সমাপনী ও পুরষ্কার বিতরনী অনু‌ষ্ঠিত হয়।

সমাপনী ও পুরষ্কার বিতরনী প্রধান অ‌তি‌থি হিসেবে উপস্থিথ ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী।

প্রধান অ‌তি‌থির বক্তব্যে নারায়ণগঞ্জ  অ‌তি‌রিক্ত ‌জেলা প্রশাসক (সা‌র্বিক) মোহাম্মদ শামীম বেপারীর ব‌লেন, করোনাকালিন সময়ে স্বাস্থ্যবিধি মেনে আমরা এই আয়োজনটি সীমিত পরিসরে আয়োজন করেছি। যারা বিজয়ী হয়েছো তাদের জন্য রইলো আমদের শুভেচ্ছা আর যারা বিজয়ী হতে পারোনি তাদের প্রতি রইলো আমার শুভকামনা। আমাদের শারীরিক ও মানসিক ভাবে ষুস্থ থেকে আগামী দিনগুলোতে পথ চলতে হবে। আমরা চাই বিভাগীয় ও জাতীয় পর্যায়ে তোমরা যেন ফুটবল খেলার আরো বেশীদুর এগিয়ে যেতে পারো। আর জেলা ভিত্তিক পর্যায়ে হতে পারো চ্যাম্পিয়ন দল।

 অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আরিফা জহুরা, নারায়ণগঞ্জ সি‌টি ক‌র্পো‌রেশনের নির্বাহী ম্যা‌জিস্ট্রেট জাহা‌ঙ্গির , উপ‌জেলা ক্রীড়া অ‌ফিসার না‌জিম উ‌দ্দিন প্রমূখ।

উল্লেখ্য, জেলা পর্যা‌য়ে ফুটবল টুর্না‌মেন্টে নারায়ণগঞ্জ সদর উপ‌জেলা, বন্দর উপ‌জেলা, সোনারগাঁ উপ‌জেলা, আড়াইহাজর উপ‌জেলা, রূপগঞ্জ উপ‌জেলা ও নারায়ণগঞ্জ সি‌টি কর্পো‌রেশ‌নের ১ টি দল নি‌য়ে বালক ৬টি ও বা‌লিকা দল ৬টি মি‌লি‌য়ে সর্ব‌মোট ১২টি দলের নক আউট প‌র্বের খেলা অনু‌ষ্ঠিত হ‌য়।