আলীরটেক ইউনিয়ণ পরিষদকে পরাজিত করলো বক্তাবলী ইউনিয়ণ পরিষদ

রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ( অনূর্ধ্ব-১৭) এর দ্বিতীয় দিনের খেলায় আলীরটেক ইউনিয়ণকে ট্রাইব্রেকারে ৩-০ গোলে পরাজিত করেছে আলীরটেক ইউনিয়ণ পরিষদ।

শুক্রবার (১১জুন) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সদর উপজেলাপ্রশাসনের আয়োজনে ওসমানী পৌর স্টে‌ডিয়াম মাঠে এ ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। পুলো খেলায় ১-১ গোলে সমতা হওয়ায় পরবর্তীতে ট্রাইব্রেকারে গলায় ম্যাচটি।

এ সময় উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউণি পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ আমিন উদ্দি, ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ আতাউর রহমান, ৯নং ওয়ার্ডের মেম্বার আমজাদ হোসেন, বক্তাবলী আইনিয়ণ আওয়ামীরীগ নেতা শফিক মাহমুদ, আকতারুজ্জামান সহ প্রমূখ।

উল্লেখ্য, আগামী ১২ জুন শনিবার সকাল ১১টায় কাশিপুর ইউনিয়ণ বনাম বক্তাবলী ইউনিয়ণ পরিষদের মধ্যকার তৃতীয় দিনের ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হবে।