রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা।
বৃহস্পতিবার (১০জুন) সকালে ওসমানী পৌর স্টেডিয়াম মাঠে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলা শুরু হওয়ার পূর্বেএক সংক্ষিপ্ত স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা।এ সময় তিনি বলেন, খেণাধুলায় মানুষের মনের বিকাশ ঘটে। সুস্থ্য খাকতে হলে খেলাশুলার কোন বিকল্প নেই।বক্তব্যে শেষে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। খেলায় উপস্থাপনা করেন, আরিফ মিহির।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন কুতুবপুর ইউনিয়ণ পরিষদ ও গোগনগর ইউনিয়ণ পরিষদ। গোলশূন্য খেলায় ট্রাইবেকারে গোগনগরকে ৪ শূন্য গোলে হারিয়ে জয় লাভ করে কুতুবপুর ইউনিয়ণ পরিষদ।পরের খেলায় ফতুল্লা ইউনিয়ণ পরিষদ ৩ গোলে এনায়াতনগর ইউনিয়ণ পরিষদকে পরাজিত করে।
এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) রেজা মো: গোলাম মাসুম প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ অানোয়ার হোসেন, গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন সওদাগর, ফতুল্লা ইউানয়ণ পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার মীর জাকারিয়া জাকির সহ প্রমুখ।