ইব্রাহিম প্রিমিয়ার লীগ (আইপিএল) এর ৬ষ্ঠ আসরের খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : ইব্রাহিম নীট গার্মেন্টস এর আয়োজনে (৬ষ্ঠ) আসরের ইব্রাহিম প্রিমিয়ার লীগ(আইপিএল) খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩মার্চ) দুপুর ১২টায় নগরীর বরফকল মাঠে এ খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইব্রাহিম নীট গার্মেন্টস প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউসুফ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইউসুব বলেন, সবসময় কাজ করার ফলে মানুষ এক পর্যায়ে গিয়ে নানা ধরনের মানসিক সমস্যার পরেন।প্রতিটি মানুষকেই সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়।এ ধরনের সমস্যা থেকে যদি আমাদেরকে বের হতে হয় তাহলে খেলাধুলার কোন বিকল্প নেই। আমাদের শারীরিক ও মানসিক ভারসাম্যকে ঠিক রাখতে হলে নিয়মিত খেলাধুলা করতে হবে। আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে যারা রানার্সআপ হয়েছে তাদেরকেও জানাচ্ছি অভিন্দন ও শুভেচ্ছা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইব্রাহিম নীট গার্মেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক কানিজ ফাতেমা রিমা, নির্বাহি পরিচালক মাহমুদুল হাসান, ডেপুটি জেনারেল ম্যানেজার রবিউল ইসলাম বাদল, ফ্যাক্টরি ম্যানেজার কামরুজ্জামান শাহীন সহ  প্রমূখ।

খেলায় ইব্রাহিম নীট গার্মেন্টস নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৬৪ রান করে। ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবগুলে উইকেট হারিয়ে মাত্র ১১০ রান করে প্রাইমার্ক দল।