রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করলো জেলা ও মহানগর আওয়ামীলীগ। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
রোববার (১০ জানুয়ারি) সারাদিন ব্যাপী বিভিন্ন সংগঠনের উদ্যোগে এই কার্যক্রম পালন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনেরর মেয়র সেলিনা হায়াৎ আইভীর নেতৃত্বে দুই নং রেল গেটের বঙ্গবন্ধু চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা জানান কাউন্সিলর ও দলীয় নেতাকর্মীগণ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য আব্দুল কাদের ডিলার, নাসিক কাউন্সিলর ফয়সাল মো. সাগর প্রমুখ।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদলের নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক নারী সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী, সহসভাপতি খবির উদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, মো. শহিদুল্লাহ, শাহাদাত হোসেন সাজনু, সদর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন বিএ, গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ মাষ্টার, সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলাম, সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. শাহজাহান, আওয়ামীলীগ নেতা শফি উদ্দিন শফু সহ প্রমুখ।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, সদস্য মনিরুজ্জামান মনির সহ প্রমুখ।