রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি, সোনারগাঁ জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সভাপতি ও মহাজোট মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত ভাবে অপপ্রচার, মিথ্যাচার ষড়যন্ত্র করায় সহাজোট নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ন্যায়বিচার দাবী ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় সোনারগাঁ থানাধীন জি.আর ইন্সটিটিউশন সংলগ্ন সড়কে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি, পৌরসভা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন সমূহের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তরা বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এ ষড়যন্ত্র করা হয়েছে। সোনারগাঁয়ে জেলা পরিষদ কর্তৃক অনেক উন্নয়ণমূলক কাজ হয়েছে, সেখানে পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের নামে প্রায় ৫০ এর অধিক নাম ফলক রয়েছে কোথাও কোন নাম ফলক ভাঙ্গেনি। তাহলে জি.আর ইন্সটিটিউশন এর নাম ফলক ভাঙ্গলো কি ভাবে ? আজকে সাংসদ খোকাকে নিয়ে যারা বিভিন্ন মন্তব্য করছে তারা সকলেই মহাজোটের নেতাকর্মী। যদি আওয়ামীলীগ রাজনৈতিকভাবে জাতীয় পার্টির সাথে একত্রিত না হতো তাহলে তারা ক্ষমতায় আসতে পারতোনা। মহাজোট হয়েছে বলেই আজকে আওয়ামীলীগ ক্ষমতায় আসতে পেরেছে। সাংসদ খোকা করোনাকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং এই সোনারগাঁয়ের ব্যাপক উন্নয়ন করেছেন। লিয়াকত হোসেন খোকা কখনোই নিজের স্বার্থের কথা চিন্তা করেননি। তাহলে কেনো তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র।
বক্তারা আরো বলেন, গুন্ডামি যারা করতে চাইছেন তাদেরকে বলবো, গুন্ডামি আমরাও করতে জানি। ব্যক্তি স্বার্থের জন্য বৃহত্তর স্বার্থ জলাঞ্জলী দিবেন না, আওয়ামীলীগের নামে অন্য দলের এজন্ডা বাস্তবায়নের চেষ্টা করবেন না। যদি এর পরেও সাংসদ লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে আর কোন ষড়যন্ত্র করা হয় তাহলে আমরা ঘরে বসে থাকবোনা।
সোনারগাঁ থানা জাপা’র সভাপতি এম.এ জামানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মহানগর জাপা’র আহ্বায়ক সানাউল্লাহ সানু, সদস্য সচিব আকরাম আলী শাহীন, সোনারগাঁ উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক আবু নাঈম খান ইকবাল, আড়াইহাজার জাপা’র সভাপতি এড. এম.এ মান্নান, জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি রিপন ভাওয়াল, জাতীয় যুব সংহতির সাবেক নেতা রাজু হোসেন রাজা সহ বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।