নিয়মনীতি না মানায় ২৫টি ইটভাটাকে ১ কোটি ২৫ লাখ টাকা জরিমানা

রিপোর্ট নারায়ণগঞ্জ : নিয়মনীতি না মেনে ইটভাটা পরিচালনা করার দায়ে সদর উপজেলার ফতুল্লায় ২৫টি ইটভাটাকে ১ কোটি ২৫ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী তানভীর আহমেদ।

জরিমানা করা ইটভাটাগুলো হলো- বাংলাদেশ স্টান্ডার্ড ব্রিকস ম্যানুফ্যাকচারিং, চিশতিয়া সাবেরিয়া ব্রিকস, আরবিএম এন্টারপ্রাইজ, সালাহউদ্দিন অ্যান্ড সন্স, বিসমিল্লাহ ব্রিকস, নাসিরউদ্দিন অ্যান্ড সন্স, নিউ আদর্শ ব্রিকস, সান ব্রিকস, আজাদ এন্টারপ্রাইজ, এসইউএ ব্রিকস, নবীন ব্রিকস, জাফর ব্রিকস, মা ব্রিকস ফিন্ড, মা আবেদুন নেসা ব্রিকস, ন্যাশনাল ব্রিকস, মেসার্স সালাহউদ্দিন ব্রিকস, নিউ ব্রিকস-২, নজরুল ব্রিকস, আব্দুল্লাহ ব্রিকস, তোহা ব্রিকস, আহম্মেদ ব্রিকস, এমএ ব্রিকস, বক্তাবলী ব্রিকস, জ্যোতি এন্টারপ্রাইজ ও খাদিজা ব্রিকস।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক নয়ন মিয়া জানান, নিয়ম না মেনে ইটভাটা পরিচালনা করায় ২৫টি ইটভাটাকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একটি ইটভাটার ইট, পানি ও ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

র‌্যাব-১১ এর এএসপি মোস্তাফিজুর রহমান তার সাথে এ সময় উপস্থিত ছিলেন।