সোনারগাঁওয়ে ট্রাক চাপায় পুলিশ কন্সটেবল নিহত

রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : সোনারগাঁ উপজেলায় ট্রাকচাপায় আরিফুর রহমান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

রোববার (২০অক্টোবর) দুপুর ২টার দিকে সোনারগাঁ উপজেলার চেঙ্গাই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল আরিফুর রহমান মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার এলাকার বাসিন্দা ছিলেন। ২০১১ সালে কনস্টেবল হিসেবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

সোনারগাাঁয়ের কাঁচপুর হাইওয়ে অফিসার ইনচার্জ মোঃ মোজাফর হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর থেকে মোটরসাইকেলে রূপগঞ্জের গাউছিয়ায় যাচ্ছিলেন কনস্টেবল আরিফুর রহমান। সোনারগাঁ উপজেলার চেঙ্গাই এলাকায় পৌঁছালে একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কনস্টেবল আরিফুর নিহত হন। নিহত পুলিশ কন্সটেবল আরিফুর রহজমানের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।