৫০ বছর পূর্তি উপলক্ষে জাতীয় শ্রমিকলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : জাতীয় শ্রমিক লীগের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টম্বর) বিকেলে নগরীর বরফকল চৌরাঙ্গী পার্ক সংলগ্ন বাংলাদেশ নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়ন ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। দেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। পদ্মা সেতু নির্মান, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, শিক্ষা ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা জনগণকে প্রদান করছেন। যা পূর্বে কোন সরকারই করতে পারেন নি।
তিনি আরো বলেন, দেশ ও জনগণের উন্নয়নের স্বার্থে তিনি যেসব সিদ্ধান্ত নিয়েছেন তা খুবই যুগোপযোগি। যা বর্তমান বাংলাদেশ ও পাকিস্তানের কেউ নিতে পারেনি। এ দেশের উন্নয়নের পেছনে শ্রমিকদের অবদান অনেক বেশি। তাই শ্রমিক লীগের সুবর্ণ জয়ন্তী তথা ৫০ বছর পূর্তি জাকজমক ভাবে পালন করতে চাই।

জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ এর সভাপতিত্বে এ সময় আরো উপাস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহম্মেদ বাবুল, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি কাজিম উদ্দিন প্রধান, সহ-সভাপতি মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সবুজ শিকদার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুন্না, জেলা মহিলা লীগের সভানেত্রী খোদেজা খানম নাসরিন, মোস্তফা মাষ্টার সহ বিভিন্ন থানা থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ।