রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে প্রথম বারের মতো নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আয়োজন করা হয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক একাদশ বনাম পুলিশ সুপার একাদশ এর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
রবিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় নারায়ণগঞ্জ জেলা পুরিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয় এই প্রীতি ফুটবল টুর্নামেন্ট।
জেলা প্রশাসক একাদশের অধিনায়কত্ব করেন সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ জসিম উদ্দিন মহোদয় এবং পুলিশ সুপার একাদশের অধিনায়কত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের কর্ণধার, অভিবাবক এবং নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার)। উক্ত খেলায় জেলা প্রশাসক একাদশ- ০১ এবং পুলিশ সুপার একাদশ – ০৪ টি গোল করে । খেলায় পুলিশ সুপার একাদশ দল বিজয়ী হন।
পুলিশ সুপার একাদশের পক্ষে ০২ টি গোল করেন পুলিশ সুপার মহোদয়, ০১ টি গোল করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব সুবাস চন্দ্র সাহা, অপর একটি গোল করেন বিআরটিএ এর ডিপো ম্যানেজার এবং জেলা প্রশাসক একাদশের পক্ষে ০১ টি গোল করেন জেলা প্রশাসক মহোদয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে মেডেল ও ট্রফি বিতরণ করেন জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপার ।
Leave a Reply