রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে শহরে আনন্দ মিছিল করেছে শামীম ওসমান সমর্থিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উক্ত অনুষ্ঠানে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি প্রার্থী ও ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত আলীর নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল চারটায় শহরের চাষাড়া শহীদ মিনার থেকে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে সাউন্ড সিস্টেম বাজিয়ে আনন্দ মিছিল বের করে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আনন্দ মিছিলটি শহরের চাষাড়া দিয়ে কালীরবিজার হয়ে দুই রেলগেট হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাড়া চত্বরে এসে শেষ হয়।
আনন্দ মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখে এটাই শ্লোগান নৌকা নৌকা। নৌকা নৌকা শ্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো নগরী ।
আনন্দ মিছিলে এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল কাদির, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, কাউন্সিলর শাহজালাল বাদল, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, জেলা যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, আজমত উল্লাহসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply