রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : বিরোধী দলের ডাকা টানা পঞ্চম বারের দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচির কিরুদ্ধে অবস্থান কর্মসূচী পালন করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপর ১২ টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই।
সভাপতি বক্তব্যে এ সময় আব্দুল হাই বলেন, গতকালও আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস আমাদের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে কথা বলেছেন কিন্তু তিনি বলেছেন, সংলাপের আর সুযোগ নেই। আপনারা আসেন নির্বাচনে অংশগ্রহণ করুন। নইলে কোথায় আপনাদের স্থান হবে সেটা বুঝতেও পারবেন না। আপনাদের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। একটা বেয়াদপ বসে আছে লন্ডনে, সে সব কলকাঠি নাড়ায়। উনি যাকে নমিনেশন দিবেন সেই নমিনেশন পাবে। একটা বিরাট বানিজ্য হয়ে যাবে তার। গতকালকে তফসিল ঘোষনা করা হয়েছে। আমি কোথাও নৌকা ছাড়া অন্যকোন কিছুর নাম শুনতে পাইনি। তাই নৌকাকে সামনের দিকে এগিয়ে নিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, চোরে শোনে না ধর্মের কাহিনী। গত একবছর তারা অহিংস আন্দোলন করেছে। তাদের কোন কর্মসূচীতে আমরা বাঁধা দেইনি। সর্বত্র তারা সভা, সমাবেশ, মিছিল করেছে। আমরা ভেবেছিলাম তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। তারেকের কোন কুপরামর্শ তারা নেয় না। কিন্তু গত ২৮ তারিখ যা দেখলাম, একজন পুলিশকে হত্যা করা হলো, প্রধান বিচারপতির বাসভবন, রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা করে। হরতাল, অবরোধ দিয়েছে কিন্তু জনগণ মানেনি। সেটা আপনারা রাস্তার দিকে তাকালেই দেখতে পারবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদীর, জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য জালালউদ্দিন জালু, এড. আসাদুজ্জামান, শাহজামাল খোকন মহানগর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম লিটন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজউদ্দিন মর্তুজা, ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবীর হোসেন, সদর থানার সভাপতি নাজির উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জামির হোসেন রনি, কায়কোবাদ রুবেল, জসিমউদ্দিন জসিম, সালাউদ্দিন শিকদার, শামসুজ্জামান ভাষানি, ডাঃ নিজাম আলী সহ প্রমুখ।
Leave a Reply