রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : বিএনপি জামায়াতের অবৈধ অবরোধ ও দেশব্যাপী অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৩ নভেম্বর ) দুপুরে শহরের ২নং রেল গেইটস্ সংলগ্ন জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হয় এ অবস্থান কর্মসূচি।
উক্ত অনুষ্ঠানে সবঅপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুত্কিযোদ্ধা আব্দুল হাই।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলগের সভাপতি আব্দুল হাই এ সময় বলেন, করুন। জ্বালাও পোড়াও, মানুষ হত্যা করে কেউ কখনো ক্ষমতায় আসতে পারিনি আর পারবেওনা।আপনাদের এই অবরোধ কর্মসূচি বাংলার জনগন সর্মথন করেনি তা এখন স্পস্ট। জনগনের রায় নিয়েই আবারও বাংলাদেশ আওয়ামীলীগ জয় লাভ করবে। বিএনপির এখনো সময় আছে গনতান্ত্রিক পক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহন করুন। দেশের সাধারণ মানুষের কথা চিন্তা না করে আর দুর্ভোগ সৃস্টি করবেন না।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সানাউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সদস্য মোঃ শহিদুল্লাহ, শামসুজ্জামান ভাষানী, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম কল্পনা, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন, হাজী জসিম উদ্দিন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজ উদ্দিন মুর্তজা, স্বেচ্ছাসেবক লীগ নেতা জামির হোসেন রনি, কায়কোবাদ রুবেল সহ প্রমুখ।
Leave a Reply