রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রধম দিনেও যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে সাদা পতাকা হাতে নিয়ে অবরোধ বিরোধী শান্তি শান্তি শোভাযাত্রা করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান সুযোগ্য সন্তান যুবনেতা আজমেরী ওসমান।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে জেলার সড়ক ও মহাসড়গুলোতে বিশাল গাড়ি বহরে কর্মী-সমর্থকদের সাথে নিয়ে গাড়ি বহরে সাদা পতাকা নিয়ে অবরোধ বিরোধী শান্তি শোভা যাত্রা করেন তিনি। এ সময় জেলার বিভিন্ন পয়েন্টে বিএনপি জামাতের নাশকতা ঠেকাতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যের সাথে তিনি কথা বলে তাদের খোজ খবর নেন।
আগুন সন্ত্রাসীদের যেকোনো অপতৎপরতা রুখে দিতে মোটরবাইক সহ বিশাল গাড়িবহর নিয়ে শোডাঊন করেছেন তিনি। এ নিয়ে শুরু থেকে রাজপথে অবস্থান নিয়ে সক্রিয় রয়েছেন যুবনেতা আজমেরী ওসমান।
এর আগে সকাল থেকেই শহরের আল্লামা ইকবাল রোডে কর্মী সমর্থকরা জড়ো হতে শুরু করে। পরে যুবনেতা আজমেরী ওসমান তার কর্মী সমর্থকদের নিয়ে চাষাঢ়া, সিদ্ধিরগঞ্জ, চিটাংগরোড, সাইনবোর্ড, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসহ আশেপাশের সড়কগুলোতে শোডাউন করেন।
এসময় তিনি বলেন, টানা অবরোধ কর্মসূচীতে বিএনপি-জামাতের নেতাকর্মীরা অরাজকতা এবং অগ্নিকান্ড করে সন্ত্রাসী রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। আমরা সচেতন নাগরিক হিসেবে জনগনের পাশে দাঁড়িয়ে তাদের সন্ত্রাসী কার্যকলাপ প্রতিহত করতে অবস্থান নিয়েছি। আমরা কোনভাবেই জননেত্রী শেখ হাসিনা সরকারের ভাবমুর্তি এবং উন্নয়নে বাধাদানকারীদের ছাড় দিবো না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল রয়েছি, যারা মানুষ হত্যা করে, যারা জ্বালা-পোড়াও করে সে সকল অপরাধীদের পেলে পুলিশের কাছে তুলে দিতে হবে। জনগনের জান-মালের যারা ক্ষতি সাধন করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। অবরোধের নামে কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড এই নারায়ণগঞ্জের মাটিতে চলবে না।
ছিলেন, আলী হায়দার শামীম, কাজি আমীর, হামিদ, নাসির, খায়রুদ্দিন মোল্লা, সুমন, ইফতি, মনির হোসেন, আলম, শাকিলসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক ও শ্রমিক সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply