রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : নগরীতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক বর্ণাট্য র্যালি অনুষ্ঠিত হয়েছ।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ এর আয়োজনে জন্মাষ্টমী উপলক্ষে নগরীর ২নং রেলগেইট এলাকায় বর্ণাঢ্য র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শামীম ওসমান।
উক্ত অনুষ্ঠানে এ সময় বর্ণাট্য র্যালি সহকারে যোগদান করেন, সাধুনাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য সহ সাধু নাগ মহাশয় আশ্রমের হিন্দুধর্মীবলম্বীয় অসংখ্য ভক্তবৃন্দগণ।
এ ছাড়াও অনুষ্ঠছানে আরও উপস্থিথ ছিলেন,নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজী মহারাজ, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অমল পোদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা সহ প্রমুখ।
Leave a Reply