রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : সদর থানাধীন নাসিক ১৭ নং ওয়ার্ড এর ভূইয়াপাড়া এলাকায় ”ভূইয়াপাড়া এলাকাবাসির আয়োজনে” এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭জুলাই) বিকেলে ভূইয়াপাড়া হোসাইনি নগর মোল্লার মাঠে বন্ধু মহলের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ প্রীতি ফুটবল ম্যাচ।
খেলা শেষে প্রধান অতিথির বক্তব্য মিঠু ভুইযা বলেন, একমাত্র খেলাধুলাই পারবে যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে। গোটা সমাজ আজ মাদকে সায়লাব হয়ে গেছে। আমাদের আজকের এই প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে অত্র এলাকার বন্ধু মহলদেরকে নিয়ে। আমরা চাই এলাকাকে মন্ত্রাস,জঙ্গীবাদ ও মাদক মুক্ত রাখতে। তাই এলাকাবাসির সকলের সহযোগিতা কামনা করি।
উক্ত খেলায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ালী সুপার মার্কেট সভাপতি, নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির যুগ্ম প্রচার সম্পাদক ও বঙ্গবীর সংসদ ফুটবল একাডেমীর উপদেষ্ঠা মো. মিঠু ভুঁইয়া, হুমায়ূন ভূঁইয়া, মো. বাপ্পি সিকদার, ঈসমাইল সরদার, মো. আলমীন, মুন্না, নাসির আহম্মেদ, বিল্লাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ।
খেলায় ট্রাইবেকারে মুক্ত বিহঙ্গ ২ -০ গোলে শান্তির পায়রাকে পরাজিত করে।
Leave a Reply