রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : বিএনপি প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এর ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য দিদার খন্দকারের আয়োজনে দোয়া মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) সকাল ১১টায় মহানগর ১৪নং ওয়ার্ডের দেওভোগ পানি ট্যাংকি, বাজনা পাড়া, আলমের বাড়ি ও জিউস পুকুর পাড়ের চারটি স্পর্টে খিচুড়ি বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক মো. আতাউর রহমান মুকুল।
এ ছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মিঠু এবং নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সদস্য সচিব মো. আওলাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক মো. আতাউর রহমান মুকুল। অনুষ্ঠান শেষে সকলের মাঝে রান্না করা খবার বিতরন করা হয়।
Leave a Reply