বিএনপি’র পদযাত্রায় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রনির নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান

রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের লোড শেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে কেন্দ্র ঘোষিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি পদযাত্রা কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিঊর রনি নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।

মঙ্গলবার (২৩ মে) বিকেল ৩টায় নগরীর খানপুর হাসপাতাল রোড থেকে এই পদযাত্রা কর্মসূচি শুরু করে মহানগর বিএনপি। পদযাত্রাটি খানপুর থেকে শুরু করে মেট্রো মোড় ঘুরে মিশন পাড়া দিয়ে চাষাড়া চত্বরে ঘুরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন,বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দগণ তার সাথে মিছিলে যোগদান করেন।